Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ১৩ জানুয়ারি ২০২১

ক্ষতবিক্ষত নবজাতকের লাশ উদ্ধার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে রাস্তায় পড়ে থাকা এক নবজাতকের লাশ কুকুরের টানাহেঁচড়া করার সময় স্থানীয়রা এসে নবজাতকের ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করেছে। নবজাতকের মাথা ছাড়া কোনো অংশই দেখা যাচ্ছে না।

আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুকুরের টানাহেঁচড়া দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে এ প্রতিবেদন না লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থল পৌঁছায়নি।

স্থানীয়রা জানায়, একটি কালো ব্যাগ থেকে কম্বল, ওড়না ও লুঙ্গি মোড়ানো ওই নবজাতককে টানাহেঁচড়ে করে একটি কুকুর। এ সময় স্থানীয়রা গিয়ে কুকুরটিকে তাড়িয়ে দেয়। কিন্তু ততোক্ষণে নবজাতকের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, একটি ব্যাগ থেকে কুকুর টেনেহেঁচড়ে নবজাতকের দেহটি বের করে রাস্তার পাশ থেকে। দূর থেকে স্থানীয়রা এটি দেখে কাছে এসে কুকুরকে তাড়িয়ে দেয়। এরমধ্যেই শিশুটির পুরো দেহ ক্ষতবিক্ষত হয়। ঘটনাটি মর্মান্তিক।

মুঠোফোনে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার বলেন, ঘটনাটি এখনও কেউ আমাদের জানায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ