ফরিদপুর প্রতিনিধি
বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনে পুড়ে ছাই ৮ দোকান

আগুনে পুড়ে যাওয়া দোকান
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৫ কোটি টাকা।
আজ বুধবার (১৩ জানুয়ারি) ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সদরপুর ও ভাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে স্থানীয় লোকজন ও পুলিশ। আগুন নেভাতে গিয়ে এক সাংবাদিকসহ আহত হয়েছেন পাঁচজন। তাদের সবাইকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, রাত ৩টার দিকে বাজারের একটি কসমেটিক্সের দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। গফফার ক্লোথ স্টোর, বর্নিক কসমেটিক্সসসহ সাতটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী টিপু সুলতান মার্কেটের বাঁধন ফ্যাশন হাউজের মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টার কারণে বাজারের কয়েকশ দোকান আগুনের হাত থেকে রক্ষা পায়।
এদিকে বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন