Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ১৩ জানুয়ারি ২০২১

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

বন্যহাতি

বন্যহাতি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার সময় বন্যহাতির আক্রমণে ইসহাক আহম্মদ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ বুধবার (১৩ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। তিনি জালিয়াপালং ইউনিয়নের নুরার ডেইলস্থ ঘোনারমোড় এলাকার মৃত ফজল করিমের ছেলে।

এলাকাবাসী সূত্র জানায়, নুরার ডেইল ঘোনারমোড় এলাকার বাসিন্দা ইসহাক আহম্মদ প্রতিদিনের মতো ওই দিনও ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন। পথে বন্যহাতির কবলে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি বলেন, ওই এলাকাটি হাতির অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে মাঝে মধ্যে হাতির আক্রমণের শিকার হন স্থানীয়রা। এর আগেও এমন মৃত্যুর ঘটনা ঘটেছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ