রাজশাহী প্রতিনিধি
আপডেট: ১৪:৫৫, ১৪ জানুয়ারি ২০২১
ছাত্রলীগ নেতার ঘরে হামলা, আটক যুবক

ছাত্রলীগ নেতা (বামে), আটক যুবক (ডানে)
রাজশাহী পুঠিয়া উপজেলার গোপালহাটি এলাকায় ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবের ঘরে রাসেল মিয়া (২৮) নামের এক যুবক হামলা করলে হাবিবের চিৎকারে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। পরে ওই যুবককে আটক করে পরিবার সদস্যেরা।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আটক রাসেল মিয়া উপজেলার পালোপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ওই যুবককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতেই ছাত্রলীগ নেতা হাবিবের বাড়ি থেকে তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি। কী কারণে ওই যুবক ছাত্রলীগ নেতার বাড়িতে হানা দিয়েছিলেন সেটিও জানা যায়নি।
জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানিয়েছেন, দলীয় কার্যক্রম শেষে রাত আড়াইটার দিকে বাড়ি ফিরে তালা খুলে যখন ঘরে প্রবেশ করি তখন পেছন থেকে ওই যুবক আমাকে জাপটে ধরে। চিৎকার করলে ওই যুবক আমাকে শ্বাসরোধ করার চেষ্টাও করে। পরে পরিবারের সদস্যরা এসে আমাকে উদ্ধার করে এবং পাকড়াও করা হয় ওই যুবককে। রাতেই খবর পেয়ে পুলিশ এসে ওই যুবককে থানায় নিয়ে যায়।
আইনত ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন হাবিবুর রহমান হাবিব।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন