Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ১৬ জানুয়ারি ২০২১

ট্রলিচাপায় প্রাণ হারালেন শিক্ষক

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে ট্রলির চাপায় মো. সরোয়ার হোসেন (৩২) নামের এক প্রভাষক নিহত হয়েছেন। নিহত সরোয়ার কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক ছিলেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. কামরুল হাসান বলেন, তিনি শনিবার সকাল পৌনে ৯টার দিকে মোটরসাইকেল করে বাউফল সাব-রেজিষ্ট্রি অফিস অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে মোটরসাইকেল থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ দুর্ঘটনার ব্যাপারে কোনো মামলা হয়নি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ