Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ১৬ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৪১, ১৬ জানুয়ারি ২০২১

মাগুরায় দ্বিতীয়বারের মত মেয়র হলেন টুটুল

বিজয়ী মেয়র টুটুল

বিজয়ী মেয়র টুটুল

মাগুরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. খুরশিদ হায়দার টুটুল ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। 

আজ শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির ইকবাল আকতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট এবং হাতপাখা প্রতীক নিয়ে ইসলামিক আন্দোলন বাংলাদেশের মাওলানা মশিউর রহমান পেয়েছেন ৩ হাজার ৩৪৫ ভোট।

এছাড়া ওয়ার্ড কমিশনার হিসেবে ১ নম্বর ওয়ার্ডে আসিফ আল আসাদ মেলিন, ২ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে লিয়াকত আলী, ৪ নম্বর ওয়ার্ডে মকবুল হাসান মাকুল, ৫ নম্বর ওয়ার্ডে জাহিদুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুল কাদের গনি, ৭ নম্বর ওয়ার্ডে সাকিব হাসান তুহিন, ৮ নম্বর ওয়ার্ডে আশুতোষ সাহা এবং ৯ নম্বর ওয়ার্ডে আবু রেজা নান্টু বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। এছাড়া সফেতারা বেগম, সুরাইয়া বাবু ও মনিরা বেগম বেসরকারিভাবে সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মো. অলিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ