দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে টানা তৃতীয়বারের মতো বিএনপি প্রার্থীর জয়

বিজয়ী প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম
দিনাজপুর পৌরসভা নির্বাচনে দ্বিতীয় ধাপে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রাশেদ পারভেজকে হারিয়ে ৪৪ হাজার ৯৩৪ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এই পৌরসভায় এর আগে দুইবার নির্বাচিত হয়েছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম।
আজ শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষিত হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আহমেদ শফি রুবেল পেয়েছেন ৩ হাজার ৪৫৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাবিবুর রহমান রানা ৫৭৩ ভোট ও কাস্তে প্রতীকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট মেহেরুল ইসলাম পেয়েছেন ৪৭২ ভোট।
দিনাজপুর পৌরসভায় ৪৯টি ভোটকেন্দ্রের ৩৭৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক লাখ ৩০ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে ৭৩ হাজার ৬৯৫ জন ভোট দেন। মোট ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ। এই পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে।
দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক এসব তথ্য নিশ্চিত করেন।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন