Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১৬ জানুয়ারি ২০২১

ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় আওয়ামী লীগ প্রার্থীর টানা জয়

বিজয়ী নৌকার দুই প্রার্থী

বিজয়ী নৌকার দুই প্রার্থী

ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছায় দ্বিতীয় দফায় পৌর-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ফুলবাড়িয়ার নৌকার প্রার্থী গোলাম কিবরিয়া ৫৬৩৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে মেয়র হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. গোলাম মোস্তফা (জগ) পেয়েছেন ৪৪২৮ ভোট।

ফুলবাড়িয়া পৌরসভা মেয়রপ্রার্থী পাঁচজন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ১৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৩৯ জন। ফুলবাড়িয়া পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার সাতশ’ ৪৩ জন। মহিলা ১১ হাজার নয়শ’ ৪২ জন। পুরুষ ১১ হাজার আটশ’ এক জন।

বেসরকারিভাবে ফুলবাড়িয়ার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।

আজ শনিবার (১৬ জানুযারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে ভোট দিয়েছে ভোটাররা।

মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বিল্লাল হোসেন সরকার নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১৭৩২০ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় প্রার্থী শহিদুল ইসলাম শহীদ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২৬১ ভোট।

এই পৌরসভায় মেয়রপদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ৩৯ হাজার ৬০০ জন।

বেসরকারিভাবে মুক্তাগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা তাজুল রাইহান ফলাফল ঘোষণা করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ