Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩২, ১৬ জানুয়ারি ২০২১

মোংলা পৌর নির্বাচনে মেয়র হলেন শেখ আব্দুর রহমান

বিজয়ী শেখ আব্দুর রহমান

বিজয়ী শেখ আব্দুর রহমান

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ১২ হাজার ১২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জুলফিকার আলী। তিনি ৫৯২ ভোট পেয়েছেন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তবে কেন্দ্র দখল, এজেন্ট ঢুকতে না দেয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. জুলফিকার আলী সকালে ভোট বর্জন করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ