Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৩:১০, ১৬ জানুয়ারি ২০২১

চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে যুবক খুন

ফাইল ছবি

ফাইল ছবি

খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে জমিজমা সংক্রান্ত নিয়ে চাচাতো ভাইয়ে ধারালো অস্ত্রের কোপে মহিদুল মোল্লা (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত মহিদুল আনন্দনগর গ্রামের মো. ছহির উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আনন্দনগর গ্রামের হাইস্কুলের পাশে জমিজমা নিয়ে মহিদুল মোল্লা ও তার আপন চাচাতো ভাই মাসিকুল মোল্লার সঙ্গে কথা কাটাকাটি হলে হঠাৎ মাসিকুল মোল্লা ঘরে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে এসে মহিদুলের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলে ঢলে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. ইব্রাহিম হোসেন সোহেল বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই মাসিকুল মোল্লা মহিদুলকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ