Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:০১, ১৭ জানুয়ারি ২০২১

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নব কাউন্সিলর নিহত

সিরাজগঞ্জে পৌরসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দুই পক্ষের সংঘর্ষে কাউন্সিলর পদে বিজয়ী একজন মারা গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে এই সংঘর্ষ হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা।

সংঘর্ষে নিহত তারিকুল ইসলাম খান (৪৫) পৌরসভার নতুন ভাঙাবাড়ি মহল্লার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ডালিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।

ঘটনার ব্যাপারে পরিদর্শক গোলাম মোস্তফা বলেন, ভোট গণনা শেষে রাত ৮টার দিকে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন। এতে বিজয়ী হন তারিকুল। এর পরপরই তার কর্মী-সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী শাহাদত হোসেনের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় তারিকুল ছুরিকাঘাতে আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত  চিকিৎসক।

অপরদিকে তারিকুলের বিপক্ষের পরাজিত প্রার্থী শাহাদত হোসেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানান তিনি। তবে এ বিষয়ে বক্তব্যের জন্য শাহাদতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

পরিদর্শক মোস্তফা আরও বলেন, তারিকুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নতুন ভাঙাবাড়ি ও ব্যাপারিপাড়া এলাকায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষে জড়ান দুই পক্ষের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ