খুলনা প্রতিনিধি
খুলনায় সবজি বাজারে স্বস্তি

সবজি বাজার
খুলনায় সবজি ও চাল সরবরাহের ঘাটতি না থাকায় বাজার স্থিতিশীল রয়েছে। খেত থেকেই পানির দামে বিক্রি হয়ে যাচ্ছে সবজি। সেজন্য বিপাকে পড়েছেন সবজি উৎপাদন কৃষকরা। এদিকে ব্যাপকভাবে আলুর আমদানি বৃদ্ধি পাওয়ায় দাম প্রতি সপ্তাহে কমছে। তাই সবজির চেয়ে আলুর দিকেই ঝুঁকছেন সাধারণ ক্রেতারা।
খুলনার বাজারে আতপ চালের দাম এখনও রয়েছে আগের মতোই। এদিকে নতুন চাল বাজারে আসতে শুরু করায় গত সপ্তাহে চালের বাজার ছিল স্থিতিশীল।
গতকাল শনিবার (১৬ জানুয়ারি) জলমা, মিস্ত্রিপাড়া, টুটপাড়া ও রূপসা বাজারে গিয়ে দেখা যায়, বাজারে সবজির আমদানি গত সপ্তাহের মতোই রয়েছে। তবে আলুর আমদানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
মিস্ত্রিপাড়া বাজারের সবজি বিক্রেতা রাইসুল মোল্লা জানান, প্রতিদিনই বাজারে আলুর আমদানি বাড়ার কারণে আলুর দাম তিন বছর আগের অবস্থায় গিয়ে ঠেকতে পারে। এদিকে বেশ কয়েকিদন আগে বাজারে উঠেছে দেশি পেঁয়াজ। এর মধ্যে নতুন করে ভারতীয় পেঁয়াজ আসার কারণে দাম ১৫-২০ টাকায় চলে আসবে বলে মন্তব্য করেন তিনি।
বাজারে গিয়ে দেখা যায়, নতুন আলু প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫ টাকা কেজি দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। করোনাকালে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৩০ টাকা দরে। আর পুরনো দেশি পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে দরপতন হয়নি কাঁচামরিচের।
জলমা বাজার এলাকার কৃষক ইমরান হোসেন বলেন, খেত থেকে কৃষকরা সবজি বিক্রি করছেন কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা দরে। অবস্থা এমন হয়েছে যে, খেত থেকে এখন আর সহজে কেউ সবজি তুলে বিক্রি করতে চাচ্ছেন না। কারণ তাতে শ্রমিকের খচরও উঠছে না।
এদিকে বাজারে নতুন চাল আসায় গত সপ্তাহে কেজি প্রতি ২-১ টাকা কমলেও সেই একই দাম রয়েছে বাজারে।
টুটপাড়া জোড়াকল বাজারের চাল বিক্রেতা আবু বক্কর, গোলাম আলী জানান, খুলনায় সিদ্ধ চালের চেয়ে আতপ (ভাইটাল) চালের কদর বেশি। গত দুই সপ্তাহ আগেও এই চাল খুচরা বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি। এখন নতুন চাল ৫০ আর পুরতান চাল ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। মিনিকেট ৪৮ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আতপ চালের দাম কমে যাওয়ায় অনেক ধরনের সিদ্ধ চালের দামও কমেছে বলে তিনি জানান।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন