রাঙ্গামাটি প্রতিনিধি
আপডেট: ১৫:০০, ১৭ জানুয়ারি ২০২১
খাগড়াছড়িতে বিকল্প সড়ক নির্মাণে কাজ করছে সেনাবাহিনী

চলছে বিকল্প সড়ক উন্নয়নের কাজ
রাঙ্গামাটি-খাগড়াছড়ির কুতুকছড়িতে সেতুটি ভেঙ্গে পড়ে যাওয়ায় গত পাঁচদিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। এতে থমকে গেছে ওই সড়কের ওপর দিয়ে যান চলাচলসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজ। সড়ক বিভাগ জানায় গুরুত্বপূর্ণ এই সেতু সংস্কার করতে বেশ সময়ের প্রয়োজন ঠিক তখন সাধারণ মানুষের দুর্দশা কাটাতে এগিয়ে এসেছে সেনাবাহিনী।
গত মঙ্গলবার (১২ জানুয়ারি) কুতুকছড়িতে বেইলি সেতুটি পাথরবোঝাই ট্রাকসহ ভেঙ্গে পড়লে তিনজন নিহত হয় এবং খাগড়াছড়ির সাথে রাঙামাটির যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেনাবাহিনীর পক্ষ থেকে সড়ক বিভাগকে সহায়তা করার জন্য সদর দফতর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের নির্দেশে স্থানীয় ২০ ইসিবি বিকল্প সেতু নির্মাণে এগিয়ে এসেছে।
২০ ইসিবি’র দায়িত্বরত প্রকৌশলী মেজর এস এম খালেদুল ইসলাম জানায়, ১৫ জানুয়ারি থেকে কনস্ট্রাশনে এ ব্যটেলিয়ান দ্রুতগতিতে একটি বেইলি ডাইভারসন সড়কের নির্মাণ কাজ শুরু করেছে। সড়কটিতে যানবাহন চলাচল নিরবিচ্ছিন্ন ও সচল রাখার জন্য ডাইভারসন সড়কে ১৪০ ফুটের বেইলি সেতু ও ২৪০ মিটার এপ্রোচ সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আশা করা যায় সড়কটি নির্মাণ করে খুব শীগগিরই জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হবে।
সড়ক বিভাগ ও সেনাবাহিনীর এই বিকল্প সেতু নির্মাণকে সাধুবাদ জানিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সড়ক সার্কেল) জাহাঙ্গীর আলম বলেছেন, সড়কটিতে যান চলাচল শুরু করতে সেনাবাহিনীর এমন উদ্যোগ সত্যিই প্রশংসার। এভাবে সকলে এগিয়ে আসলে দ্রুততার সাথে এই সড়কে যান চলাচল শুরু করা সম্ভব হবে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন