Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৪, ১৭ জানুয়ারি ২০২১

জয়পুরহাটে ভারতীয় গরুসহ প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার

গ্রেফতারকৃত আসামি

গ্রেফতারকৃত আসামি

জয়পুরহাটে র‍্যাব ও বিজিবির পৃথক অভিযানে ভারতীয় তিনটি গরুসহ  ১৫ কেজি ৮২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ রোববার (১৭ জানুয়ারি) ভোরে এ অভিযান করা হয় বলে জানায় র‍্যাব-৫। দুপুরে আসামিদের বিরুদ্ধে মামলা করে কালাই থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বাকবাড় (হরিনাথপুর) গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সুজন মিয়া (৪০), একই গ্রামেরআব্দুল সামাদের ছেলে ইয়াকুব আলী (২৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা গ্রামের শাহাজাহান আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৬)।

র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে জয়পুরহাটের কালাই উপজেলা শহরের পাঁচশিরা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি ৮২৫ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অধিনায়কদ্বয় দুপুরে এক প্রেস ব্রিফিং এ গণমাধ্যমকে জানান, মাদক ও চোরাকারবারিরা ভারত থেকে অবৈধ পথে গাঁজা ও গরুগুলো বাংলাদেশে নিয়ে আসলে সেগুলো আটক করা হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ