ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আখাউড়া পৌর নির্বাচনে ৫৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আসন্ন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি আখাউড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে।
আজ রোববার (১৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এর মধ্যে মেয়র প্রার্থী রয়েছেন ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র তাকজিল খলিফা কাজল, বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন আব্দু, স্বতন্ত্র প্রার্থ নুরুল হক ভূইয়া, মোহাম্মদ আলী ভূইয়া, মোবারক হোসেন রতন ও শফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচনী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ছয় মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৪১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে। ১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
উল্লেখ্য, পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯১০। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২৩১ ও নারী ১৪ হাজার ৬৭৯।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন