Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৪, ১৭ জানুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আত্মসমর্পণ করে ২২ আসামির জামিন

ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চার্জশিটভুক্ত ২২ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে তারা আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিআইডির চার্জশিটভুক্ত ২২ জন আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালতে তারা জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে ২২ জনকেই এক মাসের জামিন দেন বিচারক।

প্রসঙ্গত, গত বছরের ৪ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এশার নামাজ পড়তে যাওয়া ৩৭ জন মুসল্লি ও এক পথচারী দগ্ধ হন। তাদের মধ্যে ৩৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে মারা যান।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানার পুলিশেরর উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ