Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২, ১৮ জানুয়ারি ২০২১

রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৭

আটক আসামি ও উদ্ধার করা অস্ত্র

আটক আসামি ও উদ্ধার করা অস্ত্র

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার নুতুনপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার আটক করার সময় তাদের কাছ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র, দু’টি ধারালো ছোরা ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ সোমবার (১৮ জানুয়ারি) তাদেরকে আদালতে হাজির করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন— রোয়াংছড়ির বাওয়াপাড়া এলাকার চাইলগ্য ত্রিপুরা (৬০), বলিরাম ত্রিপুরা (৪৮), বিরমনি ত্রিপুরা (৪৫), বিষ্ণমনি ত্রিপুরা (৪৪), জীবন ত্রিপুরা (২৬), রাঙামাটির রাজস্থলী উপজেলার ভুটানপাড়ার লক্ষণ ত্রিপুরা (৩০), বীর বাহাদুর ত্রিপুরা (২৬)।

রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. ছুফি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানার এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেফতারকৃতরা কোনো আঞ্চলিক দলের সদস্য কিনা তা তদন্তে জানা যাবে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ