Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৬, ১৮ জানুয়ারি ২০২১

খাগড়াছড়িতে ৫০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দেওয়ার সময়

মনোনয়নপত্র জমা দেওয়ার সময়

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে তিন জন ও কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) সকাল থেকেই মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রাজু আহম্মেদ জানান,১৯ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৭ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে বলেও জানান তিনি।

সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে পাঁচ জন, ২নং ওয়ার্ডে দুইজন, ৩নং ওয়ার্ডে চারজন, ৪নং ওয়ার্ডে ছয়জন, ৫নং ওয়ার্ডে তিনজন, ৬নং ওয়ার্ডে পাঁচজন, ৭নং ওয়ার্ডে চারজন, ৮নং ওয়ার্ডে সাতজন ও ৯নং ওয়ার্ডে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১নং সংরক্ষিত ওয়ার্ডে দুইজন, ২নং সংরক্ষিত ওয়ার্ডে তিনজন ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে একজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি মাটিরাঙ্গা পৌর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৬৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮০৬ জন ও নারী ভোটার ৯ হাজার ১৬৯ জন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ