Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৩, ১৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:২৪, ১৮ জানুয়ারি ২০২১

খুলনায় সাংবাদিক হত্যা মামলায় ৫ আসামির যাবজ্জীবন

সাংবাদিক হুমায়ুন কবীর বালু

সাংবাদিক হুমায়ুন কবীর বালু

খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালু সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন।এই হত্যাকান্ড ঘটনার মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামি জাহিদ, নজু ওরফে রিপন, রিমন ও স্বাধীনকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামি পলাতক রয়েছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় সাংবাদিক বালু নিহত হন। হত্যাকাণ্ডের পরদিন (২৮ জুন, ২০০৪) খুলনা থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমদ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক ধারায় দুটি মামলা করেন।

এ হত্যা মামলায় ২০০৮ সালের ১৩ ফেব্রুয়ারি সাত আসামিকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ