Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

লালমনিরহাট সংবাদদাতা

প্রকাশিত: ১৮:০৮, ১৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:০৯, ১৮ জানুয়ারি ২০২১

লালমনিরহাটে ট্রাকচাপায় পিষ্ট হলেন দুই পুলিশ

ফাইল ছবি

ফাইল ছবি

লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এরা হলেন- হাতীবান্ধা থানার পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন, কনস্টেবল হাজী মুজিবুল ইসলাম।

আজ (সোমবার) দুপুরে হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।

জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার ফকির পাড়া এলাকায় কাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ধরে মোটরসাইকেলযোগে থানায় ফিরছিলেন এসআই আব্দুল মতিন, কনস্টেবল মুজিবুল ইসলাম। পথিমধ্যে উপজেলার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ