Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ১৯ জানুয়ারি ২০২১

জমি নিয়ে বিরোধ, চাচার হাতে ভাতিজা খুন

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বগুড়ার শিবগঞ্জে উপজেলার দেউলী ইউপির কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচার হাতে খুন হয়েছে কিশোর ভাতিজা। গত শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে চাচা সাইফুলের হাতে মারপিটের শিকার হয় ভাতিজা মাহতাব আলীক (১৪)। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের লোকজন রাতে থানায় মামলা দায়ের হয়েছে।

নিহত মাহতাব আলী (১৬) ওই এলাকার জিয়াউল হকের ছেলে।

নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করে সাইফুল ও তার লোকজন।

শিবগঞ্জ থানার ওসি এস এম বদিউজ্জামান বলেন, পরিবারের লোকজন এসে মামলার দায়ের করেছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ