Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৮, ১৯ জানুয়ারি ২০২১

ঘনকুয়াশায় মানিকগঞ্জে বাস খাদে, নিহত ১ আহত ২০

দুর্ঘটনার পর খাদে পড়ে যাওয়া বাস

দুর্ঘটনার পর খাদে পড়ে যাওয়া বাস

ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ মহাসড়কে ঘনকুয়াশার মধ্যে চলতে গিয়ে মানিকগঞ্জে বাসচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসের ২০ যাত্রী আহত হন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নামের শাহ আলম (৩৩)। তার বাড়ি সিংগাইর পৌর এলাকায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ঢাকা-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কিটিংচর এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জেলার হরিরামপুর থেকে ছেড়ে আসা শুকতারা পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক শাহ আলম মারা যান। দুর্ঘটনার পর বাসটি রাস্তার পাশে গভীর খাদে পরে গেলে কমপক্ষে ২০ জন আহত হন।

পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ