Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৫৩, ১৯ জানুয়ারি ২০২১

কুকুরের জীবন বাঁচাতে ছুটে এলো ৯৯৯ এর কর্মীরা, গভীর কূপে অভিযান

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নির্মাণাধীন বাড়ির কূপে পড়ে যায় একটি কুকুর। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাড়ির কূপ থেকে কুকুরটি উদ্ধার করেন।

গতকাল সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে বেলকুচি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার মুকুন্দগাঁতীর রফিকুল ইসলামের নির্মাণাধীন বাড়ির কূপে একটি কুকুর পড়ে যায়। স্থানীয় লোকজন কুকুরটি উদ্ধার করতে ব্যর্থ হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্য ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টার পর বিশেষ কৌশলে কূপ থেকে কুকুরটি উদ্ধার করা হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ