Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৫, ১৯ জানুয়ারি ২০২১
আপডেট: ২২:৪১, ১৯ জানুয়ারি ২০২১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী এক পৌরসভার সকল প্রার্থী

ফাইল ছবি

ফাইল ছবি

শুধু মেয়র নন, পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত আসনের সব কাউন্সিলর প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। এমনই ঘটনা ঘটেছে ফেনীর পরশুরাম পৌরসভায়।

আগামী ১৪ ফেব্রুয়ারি ছিল পরশুরাম পৌরসভার নির্বাচন। রোববার ছিল মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। এদিন মেয়র প্রার্থী, ৯ কাউন্সিলর ও তিন মহিলা কাউন্সিলর একক প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেন। ফলে যাচাই-বাছাই শেষে সব পদে প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। নির্ধারিত সময়ে কোনো পদেই একাধিক মনোনয়ন ফরম জমা পড়েনি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত যাছাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন- মেয়র পদে নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে খুরশিদ আলম, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু তাহের (বাঘা মেম্বার), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবদুল মান্নান, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে এনামুল হক এনাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে কামাল উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নিজাম উদ্দিন চৌধুরী সুমন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাসুল আহাম্মেদ মজুমদার স্বপন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আবু শাহাদাত চৌধুরী লিটন, সংরক্ষিত ১, ২, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আফরোজা আক্তার, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে রাহেলা আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে হালিমা আক্তার।

নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী টানা দুই মেয়াদে পরশুরাম পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে তৃতীয়বারের মতো মেয়র হচ্ছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ