সাতক্ষীরা প্রতিনিধি
লোকালয়ের কাছে সুন্দরবনের বাঘ!

সংগৃহীত
সুন্দরবনের লোকালয়ে একটি বাঘের দেখা মিলেছে। দীর্ঘদিন পর ম্যানগ্রোভ এই বনে একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগারের।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মিলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসরন করলে খালের পাশে বাঘটিকে দেখতে পান তারা। মাত্র কয়েক মিনিট বাঘটি সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে এসেছিল। এখনও ঐ এলাকায় অবস্থান করছে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে স্থানীয়রা।
বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যম্পের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানার পরে টাইগার টিমের সদস্যদের নিয়ে ঐ এলাকা তিনি পরিদর্শন করেন। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রয়েছে তাদের। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
জানা যায়, সবশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি রয়েল বেংগল টাইগার সুন্দরবন থেকে লোকালয়ে এসেছিল। এর পর এই অঞ্চলে দীর্ঘদিন বাঘ দেখা যায়নি।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন