Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩০, ২০ জানুয়ারি ২০২১

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো মা-মেয়ের

কক্সবাজারের ইসলামাবাদে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের শিকার হয়ে প্রাণ হারালেন মা ও মেয়ে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি)  রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চরপাড়া রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুইজন ইসলামাবাদ ইউনিয়নের আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জন্নাতুল ফেরদৌস (১৩)।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন। 

তিনি জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের (৩৫) সঙ্গে ঝগড়া বাধে তাদের। তাতে প্রতিপক্ষের কোপাঘাতে ঘটনাস্থলে রাশেদা বেগমের মৃত্যু হয়। মেয়ে জন্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিরিচ উদ্ধার করেছে। তবে অভিযুক্তদের কেউ আটক হয়নি। অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানা গেছে।

ঘটনার পর থেকেই ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. আবদুল হালিম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে রয়েছেন।

মো. আবদুল হালিম জানান, আবুল কালামকে ধরতে পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। তবে, আজিজুল হকের দাবি, নিজের ক্রয়কৃত জায়গায় ঘেরা দিতে গেলে বাধা দেন আবুল কালাম। বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল।

আইনিউজ/এইচএ

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ