Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

পটুয়াখালি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ২০ জানুয়ারি ২০২১

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজশিববাড়িয়া এলাকায় বাবার ইঞ্জিনচালিত ভ্যানের নিচে চাপা পড়ে মো. বাবুল (১১) নামে এক শিশু নিহত এবং বাবুলের বাবা আহত হয়েছেন।

আজ বুধবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল নিজশিববাড়িয়া ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে রুহুল আমিন নিজের ভ্যানে গাছবোঝাই করে তার ছেলে বাবুলকে ভ্যানের ওপর বসিয়ে মোয়াজ্জেমপুর থেকে মহিপুরের স’মিলে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি নিজশিববাড়িয়া এলাকায় পৌঁছে রাস্তার খাদে পড়ে গেলে বাবুল গাছের নিচে চাপা পড়ে মারা যায় ও বাবা রুহুল আমিনের ডান পা ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ