Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৩, ২০ জানুয়ারি ২০২১

কন্যাশিশু হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পিরোজপুরে শিশুকন্যাকে হত্যার দায়ে সৎ মা মনি বেগমকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে জেলা জজ আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি মনি বেগম পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের দ্বিতীয় স্ত্রী।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১৭ সালের ১ ডিসেম্বর শহরের মধ্যরাস্তায় ফুচকা বিক্রেতা জাহিদুল শেখের প্রথম স্ত্রীর কন্যা ঝুমুরকে রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় আসামি মনি বেগম পুকুরে ফেলে হত্যা করে। শিশুটিকে অনেক খোঁজার পরেও পাওয়া না গেলে পরের দিন দুপুরে শিশুটির লাশ পুকুরে ভেসে উঠতে দেখে থানায় খবর দেয়া হয়।

ঝুমুরের মা মুক্তা বেগম ২০১৭ সালের ২ ডিসেম্বর এ ব্যাপারে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত সাপেক্ষে সৎ মা মনি বেগমকে গ্রেফতার করলে তিনি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্য প্রমাণ শেষে মামলার সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ