Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ২০ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:৫৯, ২০ জানুয়ারি ২০২১

রোহিঙ্গা ক্যাম্পে রামদা-পিস্তলসহ ৫ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গা ও উদ্ধার অস্ত্র

আটক রোহিঙ্গা ও উদ্ধার অস্ত্র

কক্সবাজারের টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প নং-২১, আই ব্লকের আমান উল্লাহর বসতঘর থেকে থেকে অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। এ সময় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯টি রামদা জব্দ করা হয়েছে।

আজ বুধবার (২০ জানুয়ারি) ভোররাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাকমারকুল ২১নং ক্যাম্পের ব্লক ডি ১/৬ এর আবু তাহেরের ছেলে মো. ইসমাইল (২২), ব্লক এ/৫ এর মৃত বদির আহম্মদের ছেলে মো. খায়রুল ইসমাইল (৩৩) মাঝি, ব্লক ডি/২ বাসা ১১৫ এর সাব্বির আহম্মদের ছেলে মো. ছালাম (২২), ব্লক এ/৭ এর সৈয়দ হোসেনের ছেলে মো. হারুন (৩১) ও ব্লক ডি/৬ এর মৃত দ্বীন মোহাম্মদের ছেলে মো. জামাল আহাম্মদ।

মঙ্গলবার রাত ১টার দিকে ক্যাম্প নং ২১, ঘর নং ৩২০ ব্লক আইয়ে ৮/১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় ক্যাম্পে হামলার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদে অভিযান চালানো হয়। এ সময় ফোর্স নিয়ে ঘরের চার দিক ঘিরে একটি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ১৯টি রাম দা জব্দ করা হয় ও আটক করা হয় পাঁচজনকে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে বাকিদের ধরতে অভিযান চলছে। বলে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার-১৬ এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ