চট্টগ্রাম প্রতিনিধি
উন্নত চিকিৎসার অভাবে ক্যান্সারের কাছে হার মানলেন কাউন্সিলর

তারেক সোলেমান সেলিম
দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে না ফেরার দেশে চলে গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। অর্থের অভাবে উন্নত চিকিৎসা না পেয়েই মারা গেছেন তিনি।
গত সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তারেক সোলেমান সেলিম চসিকের আলকরণ ওয়ার্ডের চারবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন সেলিম। ১৯৯৪ সালে চসিক নির্বাচনে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন সেলিম। পরবর্তীতে ২০০০, ২০০৪ এবং সর্বশেষ ২০১৫ সালে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হন।
বারবার কাউন্সিলর নির্বাচিত হলেও এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন থেকে ছিটকে পড়েন সেলিম। তার বাবা মোহাম্মদ ছালেহ ছিলেন আলকরণ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
চট্টগ্রামে বিগত দিনে স্বৈরাচার, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে সেলিমের ভূমিকা ছিল অনবদ্য। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর কিশোর বয়সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে ঝাঁপিয়ে পড়েন রাজপথে।
বাল্যকাল থেকে জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর সঙ্গে জড়িত ছিলেন সেলিম। পরবর্তীতে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। এছাড়া শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তার সংশ্লিষ্টতা ছিল চোখে পড়ার মতো।
১৯৭৯ সালে আওয়ামী লীগের মিছিলে হামলা চালিয়ে ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ তিন নেতাকে অপহরণ করে আটকে রাখার পর বিএনপির নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে নিজ দলীয় নেতাদের উদ্ধার করেন সেলিমসহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
চসিকের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জামাল হোসেন বলেন, সেলিম আওয়ামী লীগের একজন পরীক্ষিত সৈনিক। চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েও তিনি কখনো নিজের জন্য ভাবেননি। যেখানে অনেক কাউন্সিলর আঙুল ফুলে কলাগাছ বনে গেছেন, সেখানে সেলিম নিতান্তই একজন জনগণের সেবক হিসেবে কাজ করেছেন।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন