নিজস্ব প্রতিবেদক
সেই ১৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিলো মিয়ানমার

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ১৯ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এ সময় আটক করা চারটি ট্রলারও ফেরত দেয় তারা।
এর আগের দিন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় বিজিপি।
আজ (বৃহস্পতিবার) সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদী এলাকা থেকে তারা ফিরে আসেন।
এ বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য নুরুল আমিন বলেন, ধরে নিয়ে যাওয়া ১৯ জেলেকে বিজিপি ফেরত দিয়েছে। এর আগে তাদের মাছ শিকাররত অবস্থায় ধরে নিয়ে যায় তারা।
জনপ্রতিনিধি ও স্থানীয়দের ভাষ্য মতে, বুধবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা কবির আহমদ, মো. বাইলা, মো. এনামুল্লাহ, আমির হোসেনের মালিকাধীন নৌকা দিয়ে মাঝিমাল্লাহ নাফনদীতে মাছ ধরতে যান। এর কিছুক্ষণ পর মিয়ানমার থেকে একটি স্পিড বোটে করে এসে বিজিপির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশি ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত দিয়েছে। কিন্তু এ বিষয়ে কেউ আমাকে অবহিত করেনি।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন