Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪০, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:৪৪, ২১ জানুয়ারি ২০২১

সার্চ ইঞ্জিন তৈরি করে আবির পেল ২ লাখ টাকা

সার্চ ইঞ্জিন তৈরী করা আবির

সার্চ ইঞ্জিন তৈরী করা আবির

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবির আবেদীন খান তৈরি করেছে সার্চ বিডি নামক সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিন তৈরী করায় আবির আবেদীন খানকে ২ লাখ টাকার চেক দেয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) আবির ও তার পিতার হাতে ২ লাখ টাকার চেক তুলে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। আবিরের ইচ্ছা বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া।

আবির আবেদীন খান জানায়, তার সার্চ ইঞ্জিন প্রকল্পটি ডিজিটাল মেলা ২০২০-এ সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান লাভ করলে পরবর্তীতে বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পে আবেদন করলে অনলাইনে ইন্টারভিউ নেয়া হয়। শনিবার (১৬ জানুয়ারি) তার নামে ২ লাখ টাকা অনুদান বরাদ্দ দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

আবির আরও জানায়, www.searchbd.net এই ঠিকানায় গিয়ে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা যাবে। বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিন পিপিলিকা।

শাহজাদপুর উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার মাহবুবা আলম বীথি  শুভেচ্ছা জানান আবিরের কৃতিত্বের জন্য।

আবির আমাদের স্কুলের গর্ব। ওর কৃতিত্বের জন্য আমি স্কুল থেকে ওকে বিশেষভাবে পুরস্কৃত করব বলেন শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, ‘আবির শুধু আমাদের শাহজাদপুরের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। বাংলাদেশ সরকার তার কাজের মূল্যায়ন করায় আমি অনেক খুশি।’

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ