গাজীপুর প্রতিনিধি
আপডেট: ১৬:০৭, ২১ জানুয়ারি ২০২১
নির্দোষ হয়েও ৫ বছর জেল খেটে মুক্ত আরমান

নির্দোষ হলেও প্রায় পাঁচ বছর জেল খেটেছেন রাজধানীর পল্লবীর আরমান। অবশেষে হাইকোর্টের নির্দেশে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।
পাঁচ বছর আগে নামের সাথে মিল থাকায় মাদক মামলায় সাহাবুদ্দিন ওরফে আরমানের একজনের পরিবর্তে জায়গায় পল্লবীর আরমানকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই মামলায় ১০ বছরের কারাভোগের শাস্তি হয় আরমান। নির্দোশ হয়েও পাঁচ বছর ভোগ করতে হয়েছে তাঁকে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিনাদোষে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে প্রায় পাঁচ বছর কারাভোগ করার পর রাজধানীর পল্লবীর বেনারসি পল্লীর কারিগর আরমানকে হাইকোর্টের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
কাশিমপুর কারাগার থেকে বেলা ১২টা ৩০ মিনিটের সময় মুক্তি পান আরমান। এসময় কারাকর্তৃপক্ষ মায়ের হাতে তুলে দেন আরমানকে। মুক্ত আরমানকে কাছে পেয়ে বারবারই জ্ঞান হারাচ্ছিলেন মা বানু। আনন্দ যেনো বাঁধ মানছিল না কারোরই।
গতকাল জেল কর্তৃপক্ষের কাছে আরমানের মুক্তির কাগজপত্র আসার পর যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন