Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৯, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৬:৩৬, ২১ জানুয়ারি ২০২১

দাদির জানাজায় যাওয়ার পথে জামিল ভূইয়ার ফুফাতো ভাই নিহত

নিহত আব্দুল আউয়াল মিয়া

নিহত আব্দুল আউয়াল মিয়া

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দাদির জানাজায় অংশ নিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তার ফুফাতো ভাই আব্দুল আউয়াল মিয়া (৫২) নিহত ও তার স্ত্রী বোনসহ চারজন আহত।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল আউয়ালের স্ত্রী রেহানা আক্তার (৪৮), বড় বোন আঙ্গুরা খাতুন (৫৮), ছোট বোন তাসমিনা (৩২) ও সোহেল (২২)। তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে জামাল ভূঁইয়ার চাচাতো ভাই মো. জুনাঈদ ভূঁইয়া বলেন, ‘দাদির মৃত্যুর খবর পেয়ে সকালে ফুফাতো ভাই আব্দুল আউয়াল কিশোরগঞ্জ থেকে পরিবারের আট সদস্যকে নিয়ে অটোরিকশায় রওনা হয়। তারা জামতলা এলাকায় আসতেই মাটি বোঝাই একটি ট্রলি তাদের অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল আউয়াল মারা যান, আহত হন আরও চারজন। আহতদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিন জোহরের নামাজের পর আব্দুল আউয়ালকে তার গ্রামের বাড়ি নান্দাইলের সিংরুইল ইউনিয়নের কোনাডাঙ্গরে দাফন করা হয়।

এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘এ দুর্ঘটনার বিষয়ে কেউ আমাদেরকে কিছু জানায়নি। দুর্ঘটনার পরপর তারা নিজেরাই মরদেহ নিয়ে গেছে।’

মাটি বোঝাই ট্রলিটিকে জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রলিটির খোঁজখবর নেয়া হচ্ছে।’

বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান জামাল ভুঁইয়ার দাদি শতবর্ষী হামিদা খাতুন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশলী ইউনিয়নের চংভাদেরা গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ