জামালপুর প্রতিনিধি
ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো ওয়ার্ডবয়

ফাইল ছবি
জামালপুরের ইসলামপুর ঋষিপাড়া রিকশা করে রেলক্রসিং পার হওয়া সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন জয়নাল আবেদীন (৫০) নামে এক ওয়ার্ডবয় ও আহত হয়েছেন রিকশাচালক খলিলুর রহমান (৩৫)। নিহত জয়নাল জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় কমিউটার-২ ট্রেনের ধাক্কায় মারা যান তিনি।
নিহত ওয়ার্ড বয় জয়নাল আবেদীন জামালপুর পৌর এলাকার চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে।
নিহত জয়নালের পরিবার জানান, জয়নাল হাসপাতালের দাফতরিক কাজে সকালে ইসলামপুরে রিকশা করে একটি ব্যাংকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা দাবি করেন ওই রেল ক্রসিং অরক্ষিত থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। রেল ক্রসিংয়ে গেটম্যান থাকলে দুর্ঘটনা হতো না।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান, দুর্ঘটনায় রিকশা আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। রিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জয়নালের মরদেহ ময়নাতদন্ত করা হবে কি-না, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তার পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন