দিনাজপুর প্রতিনিধি
আপডেট: ১৯:১২, ২১ জানুয়ারি ২০২১
দিনাজপুরে কৃষকের জিহ্বা কেটে, কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত
দিনাজপুরের পার্বতীপুরে এক কৃষককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কৃষকের জিহ্বা কেটে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকালে পলাশবাড়ী ইউনিয়নের এরশাদ নগর এলাকার বন বিভাগের বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম হেলাল সরদার (৫২।) তিনি হাবড়া ইউনিয়নের দর্গাপড়া এরশাদ নগর গ্রামের মৃত শাহান সরদারের সন্তান।
এদিকে এ ঘটনায় হেলাল সরদারের স্ত্রী অবিয়া খাতুন থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আবুল কালাম ও আব্দুল কাদের নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মমিনুল ইসলাম।
অবিয়া খাতুন জানান, বুধবার রাতে বাড়িতেই ছিলেন তার স্বামী। কিন্তু বৃহস্পতিবার সকালে তাকে বিছানায় না দেখে খুঁজতে বেরিয়ে পড়েন পরিবারের লোকজন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের এরশাদ নগর এলাকার বন বিভাগের বাগানে বাবার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে ছোট ছেলে লালচাঁদ।
তিনি আরও বলেন, দীর্ঘ দিন থেকে আমাদের সঙ্গে প্রতিবেশী সালাম, কালাম ও কাদেরের বিরোধ চলে আসছে। প্রায় ২ বছর আগে অজ্ঞাত ব্যক্তিরা আমার মাদরাসা পড়ুয়া ছেলে লাল চাঁন বাদশাকে বস্তায় ভরে জঙ্গলে ফেলে রেখেছিল। তবে সে যাত্রায় বেঁচে গেছে আমার ছেলে। আজ আমার স্বামীকে হারাতে হলো।
পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, কৃষক হেলাল সরদার হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের মাথা, ঘাড় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনিউজ/এইচএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন