Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১১, ২১ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:১২, ২১ জানুয়ারি ২০২১

দিনাজপুরে কৃষকের জিহ্বা কেটে, কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে এক কৃষককে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। কৃষকের জিহ্বা কেটে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি)  সকালে পলাশবাড়ী ইউনিয়নের এরশাদ নগর এলাকার বন বিভাগের বাগান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম হেলাল সরদার (৫২।) তিনি হাবড়া ইউনিয়নের দর্গাপড়া এরশাদ নগর গ্রামের মৃত শাহান সরদারের সন্তান।

এদিকে এ ঘটনায় হেলাল সরদারের স্ত্রী অবিয়া খাতুন থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আবুল কালাম ও আব্দুল কাদের নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মমিনুল ইসলাম।

অবিয়া খাতুন জানান, বুধবার রাতে বাড়িতেই ছিলেন তার স্বামী। কিন্তু বৃহস্পতিবার সকালে তাকে বিছানায় না দেখে খুঁজতে বেরিয়ে পড়েন পরিবারের লোকজন। এক পর্যায়ে সকাল ৭টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের এরশাদ নগর এলাকার বন বিভাগের বাগানে বাবার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে ছোট ছেলে লালচাঁদ।

তিনি আরও বলেন, দীর্ঘ দিন থেকে আমাদের সঙ্গে প্রতিবেশী সালাম, কালাম ও কাদেরের বিরোধ চলে আসছে। প্রায় ২ বছর আগে অজ্ঞাত ব্যক্তিরা আমার মাদরাসা পড়ুয়া ছেলে লাল চাঁন বাদশাকে বস্তায় ভরে জঙ্গলে ফেলে রেখেছিল। তবে সে যাত্রায় বেঁচে গেছে আমার ছেলে। আজ আমার স্বামীকে হারাতে হলো।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান বলেন, কৃষক হেলাল সরদার হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের মাথা, ঘাড় ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ