Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ২২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৫৮, ২২ জানুয়ারি ২০২১

‘রতন ও মিজানুরকে বাঘে ধরে মেরে ফেলেছে’

বাঘ। ফাইল ছবি

বাঘ। ফাইল ছবি

আবু মুসা, রতন, মিজানুর তিনজনই জেলে। সকলেই একসাথে গিয়েছিলেন মাছ ধরতে। বৃহস্পতিবার রাতে স্ত্রীর কাছে ফোন দেন আবু মুসা। ফোন দিয়ে বলেন, 'রতন ও মিজানুরকে বাঘে ধরে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি।' তারপর থেকে আবু মুসার মোবাইলটিও বন্ধ। সেই থেকে তারা নিখোঁজ। 

ঘটনাটি সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী এলাকার বিপরীতে ভারতের পাইজুরি নামক খালে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২), একই গ্রামের মনোমিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০) ও সাত্তারের ছেলে আবু মুসা (৪১)।

এই খবরে তাদের সন্ধানে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।  

শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সিও ইয়াছিন চৌধুরী জানান, আবু মুসা তার স্ত্রী কাছে ফোন দিয়ে জানিয়েছে রতন ও মিজানুরকে বাঘে ধরে মেরে ফেলেছে। তিনি বেঁচে আছেন। ঘটনাটি ঘটেছে সুন্দরবন ভারতের অংশের মধ্যে পাইজুরি (ম্যাপে নেই) খাল এলাকায়। ওই একটি মাত্র ফোন কলই ঘটনার মূল সূত্র। এছাড়া এখনও কোনো সূত্র আমরা পাইনি।

‘সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। তবে তারা আন্তরিকতার সঙ্গে অনুসন্ধান শুধু করেছেন বলে জানিয়েছেন।’

এদিকে বিজিবির পক্ষ থেকেও বাংলাদেশ সীমান্তের মধ্যে অনুসন্ধান চলছে। প্রকৃত অর্থে ওই তিন জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন কিনা সেটি এই মুহূর্তে বলা যাবে না বলেও জানান তিনি।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, রাত থেকে এখনও নিখোঁজ তিন জেলের সন্ধান মেলেনি। রহস্যময় ঘটনার সৃষ্টি হয়েছে। ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি আমরা। মাছ বা কাকড়া ধরতে গেলে ভারতের মধ্যে যাবে কেন।

কৈখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটায় আমরা অসহায় হয়ে পড়েছি। ভারতে আমরা প্রবেশ করতে পারছি না। এ ঘটনায় এখনও কোনো রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ