সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:২৬, ২৩ জানুয়ারি ২০২১
নবনির্বাচিত কাউন্সিলর হত্যা মামলায় গ্রেফতার ৪

গ্রেফতারকৃত আসামি
সিরাজগঞ্জ পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যাকাণ্ডের প্রধান আসামির দুই ভাই ও ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার খিলগাঁও এলাকা থেকে তিনজন ও উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছেন ঢাকা মহানগর পুলিশ।
আজ শনিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার।
গ্রেফতাররা হলেন-শহরের শহীদগঞ্জ ব্যাপারীপাড়া এলাকার আনোয়ার হোসেন ব্যাপারীর ছেলে আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন রতন (৪৫), জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হাসান লিখন (৩৬), একই এলাকার শহীদগঞ্জ মহল্লার শুকুর আলীর ছেলে গোলাম মোস্তফা (৬০) ও উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর এলাকার মাহতাব মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
এ মামলায় প্রধান আসামি ‘উটপাখি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী শাহাদত হোসেন বুদ্ধিন।
গত ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে ভোট গণনায় ৮৫ ভোটে বিজয়ী হন ডালিম প্রতীকের তরিকুল ইসলাম। ফলাফল ঘোষণা হওয়ার পরপরই পরাজিত প্রার্থী শাহাদত হোসেন বুদ্ধিনের সমর্থকরা বিজয়ী প্রার্থীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে অস্ত্রের আঘাতে বিজয়ী কাউন্সিলর তরিকুল গুরুতর আহত হন। ওইদিন রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
পরদিন রোববার (১৭ জানুয়ারি) রাতে নিহতের ছেলে একরামুল হক হৃদয় বাদী হয়ে পরাজিত প্রার্থী ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্ধিনকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার ২৭ নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতারে করে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন