Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২৩ জানুয়ারি ২০২১
আপডেট: ১৭:২০, ২৩ জানুয়ারি ২০২১

বঙ্গোপসাগরে জাহাজডুবিতে ৪ জেলের মৃত্যু, নিখোঁজ আট

ফাইল ছবি

ফাইল ছবি

বঙ্গোপসাগরে একটি মাছ ধরার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় চার জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো আটজন নিখোঁজ রয়েছে।

আজ (শনিবার) ভোরে সেন্টমার্টিনের ৬৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে এফভি যানযাবিল নামের ওই জাহাজটি ডুবে যায়।

কোস্ট গার্ড ইস্ট জোনের লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

জাহাজটির মালিক কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, জাহাজে মোট ২৫ জন জেলে ছিলেন। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চার জন মারা গেছেন। বাকি আট জন এখনো নিখোঁজ আছেন।

লেফটেন্যান্ট কমান্ডার হাবিবুর রহমান বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড অভিযান চালাচ্ছে।

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ