Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৫, ২৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৪:২৬, ২৪ জানুয়ারি ২০২১

শিশু ধর্ষণের ঘটনায় ১২ বছর পর ধর্ষকের যাবজ্জীবন

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

রংপুর নগরীর বিন্যাটারি এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় আইনুল হক (৩৮) নামের এক ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে রায় ঘোষণার সময় অভিযুক্ত আইনুল হক আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকার ১৩ বছরের এক কিশোরী ঘটনার দিন ২০০৯ সালের ১০ মার্চ রাত ৮টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পাশে বাঁশঝাড়ের কাছে যায়। এসময় একই এলাকার আমজাদ হোসেনের ছেলে আইনুল হক ভুক্তভোগীকে ধর্ষণ করেন। তখন আশেপাশের লোকজন এসে ধর্ষক আইনুলকে আটক করলে তার স্বজনরা হামলা চালিয়ে ধর্ষক আইনুলকে ছিনিয়ে নিয়ে যায়। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা আকমল হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

মামলায় বাদীপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে রোববার বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি খন্দকার রফিক হাসনাইন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ