Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ২৪ জানুয়ারি ২০২১

রাজশাহীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নিহত শফিউল ইসলাম

নিহত শফিউল ইসলাম

রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া এলাকার একটি আমবাগান থেকে শফিউল ইসলাম (২৫) নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিউল ইসলাম রাজশাহী কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।

নিহত শাফিউল ওই গ্রামেরই সাইদুর রহমানের ছেলে। তার বাবা স্থানীয় চুন ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, শফিউল ইসলাম শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বন্ধু শাহিনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে রোববার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিউলের মরদেহ উদ্ধার করে।

নিহত শফিউলের পিতা সাইদুর রহমান বলেন, শফিউলের খালাতো বোনকে তারই কয়েকজন বন্ধু উত্যক্ত করায় তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। তবে পরে সেটি মীমাংসাও হয়। তবে নারীঘটিত দ্বন্দ্বের জেরে শফিউলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া শফিউলের মুখে ও গলায় জখমের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পরই বোঝা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ