রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার

নিহত শফিউল ইসলাম
রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কামারপাড়া এলাকার একটি আমবাগান থেকে শফিউল ইসলাম (২৫) নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। শফিউল ইসলাম রাজশাহী কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী।
নিহত শাফিউল ওই গ্রামেরই সাইদুর রহমানের ছেলে। তার বাবা স্থানীয় চুন ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, শফিউল ইসলাম শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তার বন্ধু শাহিনের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। তার মোবাইল নম্বরে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। পরে রোববার সকালে স্থানীয়রা ওই এলাকার একটি আমবাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শফিউলের মরদেহ উদ্ধার করে।
নিহত শফিউলের পিতা সাইদুর রহমান বলেন, শফিউলের খালাতো বোনকে তারই কয়েকজন বন্ধু উত্যক্ত করায় তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। তবে পরে সেটি মীমাংসাও হয়। তবে নারীঘটিত দ্বন্দ্বের জেরে শফিউলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া শফিউলের মুখে ও গলায় জখমের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তের পরই বোঝা যাবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন