গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে সুপেয় পানি পাচ্ছে সাড়ে তিন হাজার পরিবার

স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট
গোপালগঞ্জে সুপেয় পানি সরবরাহে টুঙ্গিপাড়া উপজেলার কুশলি ও পাটগাতী ইউনিয়নে স্থাপিত হয়েছে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। স্থাপিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট থেকে তিন হাজার পরিবারকে সুপেয় পানি সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
স্থানীয়রা জানায়, এ অঞ্চলে গরমে খাল ও নদীর পানি কমে যাওয়া, ভৌগোলিক কারণে গভীর নলকূপ স্থাপনে বাধা ও অগভীর নলকূপের পানিতে আয়রণ ও আর্সেনিক বেশি থাকায় সুপেয় পানির সংকট দেখা দেয়। এ পানি থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার পাটগাতী ও কুশলী ইউনিয়নসহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা। ফলে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগে ভোগে এখানকার মানুষ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এ অঞ্চলে নিরাপদ পানি সরবরাহে প্রকল্প গ্রহণ করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ১৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দুটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করে অধিদফতর।
শুধু পাটগাতিতে স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ঘণ্টায় ১ লাখ ৫০ হাজার লিটার পানি উত্তোলন করা হয়। এটি দিয়ে এলাকার ২ হাজার পরিবারকে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে এ তথ্যে নিশ্চিত করেন গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার।
তিনি আরও জানান, কুশলী ওয়াটার প্লান্টের কাজ শেষ হয়েছে, যা জানুয়ারি থেকে পানি সরবরাহে কাজ করবে। প্লান্টটি চালু হলে ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উৎপাদন করে পাশের কুশলী ও বর্ণি ইউনিয়নের ১ হাজার ৫০০ পরিবারে সরবরাহ করা হবে।
পর্যায়ক্রমে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ধরনের প্লান্ট স্থাপন করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
আইনিউজ/বিএম
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন