Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১৩ ১৪৩২

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৮, ২৫ জানুয়ারি ২০২১

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ফাইল ছবি

ফাইল ছবি

পিরোজপুরের কুমারখালী এলাকায় একটি চুরি মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করে। এই ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হলে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে।

গতকাল রোববার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ১২.৩০ এর দিকে এ ঘটনা ঘটে।

জানা য়ায়, রোববার দিবাগত রাতে পিরোজপুর সদর থানার পুলিশের সদস্যরা আসামি গ্রেফতার করতে কুমারখালী এলাকায় গিয়ে আসামি হাসান সিকদারকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে আসার সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলো- সদর থানার এসআই সৈকত হোসেন সানি, এসআই মাহামুদুল হাসান, এসআই মো. খাইরুল হোসেন, এএসআই সাইফুল ইসলাম, পুলিশ সদস্য মো. মারুফ হাওলাদার।

পিরোজপুরের সহকারী পুলিশ সুপার মোল্লা আজাদ জানান, রোববার রাত ১২.৩০ এর দিকে পিরোজপুর সদর থানার একটি চুরির মামলার আসামি ধরতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হলে তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচজনের মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ