Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ২৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:৪৫, ২৭ জানুয়ারি ২০২১

প্রথম টিকা গ্রহণকারীদের একজন মৌলভীবাজারের ইমরান হামিদ

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ থেকে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম। বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে দেশের প্রথম ভ্যাকসিন দেয়া হয় কুর্মিটুলা হাসপাতালের নার্স রুনুকে। এদিন মোট ২৬ জনকে ভ্যাকসিন দেয়া হয়। যাদের একজন মৌলভীবাজারের ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ।

ভ্যাকসিন নিতে আসেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। তিনিও ভ্যাকসিন গ্রহণ শেষ অন্য সবার মতো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং জয় বাংলা স্লোগান দেন।

ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে।

২০১৯ সালে প্রথমবারের মতো বাঙলাদেশের সশস্ত্র বাহিনীর ব্যান্ড দলের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর ব্যান্ড কন্টিনজেন্ট দলও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। বিজয়ের দিবসের ওই প্যারেডে উপঅধিনায়কের দায়িত্ব পালন করেন ৭১ মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে এম ইমরান হামিদকসহ প্রথমে মোট পাঁচজনকে টিকা দেয়া হয়। পরবর্তীতে আরও একুশ জনকে পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রদান করা হয়।

আজকে আরও যে ২১ জনকে টিকা দেয়া হয়েছে-

তারা হলেন- মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, মো. আব্দুল হালিম, মোহাম্মদ এনামুল হাসান, মো. হামজা, শাম্মী আক্তার, মুহাম্মদ শাহজাহান, ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. আব্দুল কাদের খান, মেজর জেনারেল মাহবুবুর রহমান, মো. আব্দুর রহিম, কাজি জসিম উদ্দীন, মোশারফ হোসাইন, সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, মো. আল মাসুম মোল্লা, আমিরুল মোমেনীন, মিস মুন্নি খাতুন, মো. আশিকুল ইসলাম।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজকে প্রথমে যে ২৬ জনকে টিকা দান করা হয়েছে তাদেরকে অন্তত ১ সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। টিকাগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা তা নিশ্চিত হবার পরই আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা প্রদান শুরু করবে সরকার।

আইনিউজ/এইচএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ