Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২২, ৩০ জানুয়ারি ২০২১

চসিক নির্বাচন: ১২১ কেন্দ্রে বিএনপি পেয়েছে শূন্য থেকে পাঁচ ভোট

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি নির্বাচনে ৭৩৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। দুটি কেন্দ্রে স্থগিত রয়েছে ভোটগ্রহণ। এদিকে ফলাফল পর্যবেক্ষণে দেখা গেছে, ১২১ কেন্দ্রে শূন্য থেকে ৫ ভোট পেয়েছে বিএনপি।

ফলাফলে দেখা গেছে, দুটি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে একটি ভোটও পড়েনি। ১১৯টি ভোটকেন্দ্রে এই প্রতীকে পড়েছে এক থেকে পাঁচটি ভোট। অর্থাৎ ১২১টি কেন্দ্রে শূন্য থেকে ৫ ভোট পড়েছে। আর ৬৫টি কেন্দ্রে ৬ থেকে ১০টি ভোট পেয়েছে দলটি।

বিএনপি একটি কেন্দ্রে সর্বোচ্চ ৫৬১টি ভোট পেয়েছে। অপরদিকে নৌকা প্রতীকে এক কেন্দ্রে সর্বনিম্ন ভোট পড়েছে ২৬টি এবং সর্বোচ্চ ৪ হাজার ৬৬টি।

এ নির্বাচনে প্রদত্ত ভোটের ৮৪ দশমিক ৫৮ শতাংশ ভোট পেয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। অপরদিকে বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ১২ দশমিক ০২ শতাংশ।

ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেন ও বাকি পাঁচজন মেয়র প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন। নির্বাচনের বিধি অনুযায়ী, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোটও পাননি তারা।

২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন ভোটারের এ সিটি কর্পোরেশনে ভোট পড়েছে ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩টি। এর মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৫৩টি ভোট।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ