Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ৩১ জানুয়ারি ২০২১
আপডেট: ১০:৩৭, ৩১ জানুয়ারি ২০২১

সাতক্ষীরায় পৌর নির্বাচনে তৃতীয় লিঙ্গের প্রার্থীর জয়

তৃতীয় ধাপে দেশের ৬৩ পৌরসভায় নির্বাচন হয়ে গেলো গতকাল শনিবার (৩০ জানুয়ারি)। এদিন সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনে এক নারী কাউন্সিলর প্রার্থীকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহল দেখা ছিলো ব্যাপক। কারণ সংরক্ষিত আসনের ওই প্রার্থী তৃতীয় লিঙ্গের। তার নাম দিথী খাতুন। অবশেষে দ্বিতীয়বারের চেষ্টায় দিথী এবারের নির্বাচনে ২১৭৯ ভোট পেয়ে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে জয়লাভ করেছেন।

এর আগে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে দিথী খাতুন সর্বপ্রথম চুড়ি প্রতীক নিয়ে প্রার্থী হন। তবে ওই নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। কিন্তু এবছর ২১৭৯ ভোট পেয়ে তিনটি ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে জয় পেয়ে গেছেন তিনি।

এই আসনে তার প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা ছিলেন- আনারস প্রতীকে মোছা. শাহানাজ খাতুন, চশমা প্রতীকে রূপা খাতুন, জবাফুল প্রতীকে হাসিনা আক্তার ও টেলিফোন প্রতীকে জাহানারা খাতুন।

এদিকে দিথী খাতুন নির্বাচিত হওয়ায় এলাকায় এখনো উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ