Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ৩১ জানুয়ারি ২০২১

কক্সবাজারে পৌঁছালো ৮৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

সংগৃহীত

সংগৃহীত

কক্সবাজারে পৌঁছেছে করোনাভাইরাসের টিকা। রোববার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে একটি ফ্রিজারভ্যানে করে ৮৪ হাজার ডোজ টিকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়।

সম্মিলিতভাবে টিকা গ্রহণ করেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার পংকজ বড়ুয়া, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, জেলা ড্রাগ সুপার রোমেল বড়ুয়া, কোল্ড চেইন ট্রেইনার তাপস কুমার বড়ুয়া।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপার সাইফুল হক বলেন, ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ের সংরক্ষণাগারে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ৮৪ হাজার ডোজ করোনাভাইরাসের টিকাতে ৮ হাজার ৪০০ ভায়াল রয়েছে। প্রতিটি কার্টনে ১ হাজার ২০০ ভায়াল টিকা আছে। প্রতিটি ভায়ালে টিকা রয়েছে ১০ ডোজ। সে হিসেবে কক্সবাজারের ৪২ হাজার নাগরিককে করোনাভাইরাসের এই টিকা দেয়া যাবে।

কক্সবাজার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, কক্সবাজারে আনা করোনার ভ্যাকসিনগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড আ্যাস্ট্রাজেনের টিকা কোভি শিল্ড। আগামী ৮ ফেব্রুয়ারির দিকে জেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু করা হতে পারে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ