Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১২ ১৪৩২

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৫, ৩১ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর দেয়া ঘরে উঠল সেই শিশু ভ্যানচালক শম্পা

সংগৃহীত

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিশু শিক্ষার্থী ভ্যানচালক শম্পার পরিবারকে রোববার নতুন পাকা ঘর বুঝিয়ে দিয়েছেন জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক। এছাড়া পরিবারটির ভরণপোষণের দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী।

‘বাবার চিকিৎসার জন্য ভ্যান চালায় শিশু শম্পা’ প্রচারিত সংবাদটি প্রধানমন্ত্রীর নজরে এলে প্রধানমন্ত্রী এ পরিবারের দায়িত্ব নেন।

শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি গ্রামের ভ্যানচালক শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দ্বিতীয় মেয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছরের ২ ডিসেম্বর শম্পার পরিবারকে একটি পাকা ঘর তৈরি করে দেয়ার কাজ শুরু করেন ডিসি। পাকা ঘরের নির্মাণ শেষে রোববার দুপুরে পরিবারটির কাছে ঘর হস্তান্তর করা হয়।

ঘর তৈরির পাশাপাশি শম্পার বাবা শফিকুল ইসলাম ওরফে ভাসানীর চিকিৎসার দায়িত্ব নিয়ে সরকারি খরচে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা করানো হয়। বর্তমানে তিনি অনেকটা ভালো আছেন। এ পরিবারের আয়ের জন্য বাড়ির পাশেই একটি মুদি দোকান তৈরি করে দেয়া হয়েছে।

১০ বছর বয়সের শম্পা খাতুন জামালপুর সদর উপজেলার নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। শফিকুল ইসলাম ওরফে ভাসানীর দুই মেয়ের মধ্যে শম্পা ছোট। বড় মেয়ের বিয়ে হয়েছে কয়েক বছর আগে। ভ্যান চালিয়ে সংসার চালাতেন ভাসানী। ৫ বছর আগে জামালপুর শহর থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক পা ভেঙে যায় তার। দীর্ঘদিন পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করেছেন। সবকিছু বিক্রি করে প্রায় ৭ লাখ টাকা খরচ করেও ভালো হয়নি তার পা। দেড় বছর ধরে ঘরে পড়ে আছেন তিনি। প্রতিদিন তার ওষুধ লাগে ১০০ থেকে ১৫০ টাকার। দেড় বছর আগে বাবার ওষুধের টাকা জোগাড় আর সংসারের হাল ধরতে ভ্যান চালানো শুরু করেন শিক্ষার্থী শম্পা। লেখাপড়ার পাশাপাশি ভ্যান চালিয়ে যে আয় হয় তা দিয়ে চলে সংসার ও অসুস্থ বাবার চিকিৎসা।

জামালপুরের ডিসি মোহাম্মদ এনামুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পাকা ঘর তৈরির পর বুঝিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেয়া হয়েছে।

শিশু শম্পার মা নেবুজা বেগম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞা জানিয়েছেন। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে শিশু শম্পা। 

ঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, ইউএনও ফরিদা ইয়াসমীনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ