লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে ঠাণ্ডাজনিত রোগে হাসপাতালে ৩শ’ শিশু

তীব্র শীতে কাঁপছে দেশ। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র ঠাণ্ডায় অনেক অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। বাড়ছে শীতজনিত নানা রোগ। লক্ষ্মীপুরে কোল্ড ডায়ারিয়ায় হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় তিনশো শিশু।
শৈতপ্রবাহের কারণে লক্ষ্মীপুরে বেড়েছে বাড়ছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, রোটা ভাইরাস ও ডায়ারিয়া রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। তবে ঠিকমতো ওষুধ না পাওয়ার অভিযোগ তোলছেন অভিভাবকরা।
অভিভাবকরা জানান, স্যালাইন দেওয়ার কথা ছিল, হাফ স্যালাইন দিয়ে এখন আর কিছুই দিচ্ছে না। রোগীর সংখ্যা বেশি, হাসপাতালের অবস্থা খুবই খারাপ।
এদিকে হাসপাতালে দ্বি-গুণের বেশি রোগী ভর্তি হওয়ায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
ডায়ারিয়া ওয়ার্ডের ইনচার্জ মোঃ হারুনুর রশিদ বলেন, রোগীর সংখ্যা বেশি হওয়ার কারণে একেক সিটে দুইজন করে রোগী রেখে অথবা ফ্লোরে রোগী রেখে আমাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। সবাই মিলে আপ্রাণ চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার।
নাটোরে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জুবুথুবু সব বয়সী মানুষ। গাছিরা রস আহরণ করতে পারছেন না। আমের মুকুলসহ ফসলের ক্ষতির আশংকায় কৃষক।
গাছিরা জানান, খুব কুয়াশা এর মধ্যে রস পাড়া খুবই ঝামেলা।
কুড়িগ্রামে তীব্র শৈতপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তীব্র ঠাণ্ডা আর কুয়াশায় পিছিয়ে যাচ্ছে বোরো আবাদ।
স্থানীয়রা জানান, গরম কাপড়চোপড় পড়ার পরেও ঠাণ্ডায় শরীর বাঁকা হয়ে আসছে। ধান যে রোপণ করবো তাও সম্ভব হচ্ছে না।
ঢাকা আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, মৌলভীবাজার ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা, বরিশাল, রংপুর, খুলনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, গোপালঞ্জ, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, হাতিয়া সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় কমতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন