মাদারীপুর প্রতিনিধি
ছাগল চুরির অপরাধে ছাত্রলীগ নেতা আটক

সংগৃহীত
মাদারীপুরে ছাগল চুরির অপরাধে আটক করা হয়েছে এক ছাত্রলীগ নেতাকে। জানা গেছে, প্রাইভেটকারে করে ছাগল নিয়ে যাচ্ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি (৩০)।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার মাদারীপুর-শিবচর আঞ্চলিক সড়কের ওপর থেকে একটি প্রাইভেটকারসহ তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি সোমবার দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকার রাস্তার পাশ থেকে লোকমান মালত নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে করে নিয়ে যাচ্ছিলেন। এসময় স্থানীয় লোকজন ‘চোর চোর’ বলে চিৎকার করেন। ওইসময় শিবচর থেকে একটি পুলিশের গাড়ি রাস্তা দিয়ে মাদারীপুরে আসছিল। পুলিশের গাড়িটি প্রাইভেটকারটিকে সামনে থেকে আটকে ফেলে গাড়ির মধ্য থেকে একটি ছাগলসহ তুহিন দর্জিকে আটক করে। পরে পুলিশ সাদা রংয়ের প্রাইভেটকার, ছাগলসহ তাকে থানায় নিয়ে আসে।
ছাগলের মালিক লোকমান মালত বলেন, ‘ঘাস খাওয়ার জন্য বাড়ি-সংলগ্ন রাস্তার পাশে আমি ছাগলটিকে বেঁধে রাখি। হঠাৎ করে একটি সাদা প্রাইভেটকার থেকে তুহিন নেমে আমার ছাগলটিকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। এসময় আমরা ধাওয়া করি এবং পথিমধ্যে পুলিশ এসে প্রাইভেটকারসহ তাকে ধরে ফেলে। আমি এর বিচার চাই।’
জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হোসেন অনিক বলেন, ‘আমি ছাগল চুরির ঘটনা শুনেছি। যদি এ ঘটনা সত্য হয় তাহলে আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকা ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।
আইনিউজ/এসডিপি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন